শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা দেশের দুই সমুদ্রবন্দরে চালু হচ্ছে কনটেইনারবাহী জাহাজ চলাচল আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করলেন মডেল মেঘনা বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু রোববার আবার বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে যাচ্ছেন চার নারী খেলোয়াড় দেবহাটার ঘরে ঘরে ছাগল পালন বাণিজ্যিক ভাবে চলছে চাষ \ খামার দেখভালে এগিয়ে মা বোনেরা শ্যামনগরে পরীক্ষায় নকলের দায়ে ১১ শিক্ষার্থী বহিষ্কার দায়িত্বহীনতায় ১২ শিক্ষক অব্যাহতি মাহফিলের টাকা গ্রহণ করে বক্তা না আসায় আদালতে মামলা

পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী গাড়িতে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। গত রোববার মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑজাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যায়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ বিষয়ে প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তারেরও নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার কারণে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলার ঘটনা ঘটছে। এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com