শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসাদুজ্জামানের সুমন আর নেই কালিগঞ্জে ইয়াবা মোটরসাইকেলসহ তিন জন আটক আশাশুনি এসএসসি ও সমমান পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৯৯ আশাশুনিতে জেলা বিএনপির নেতৃবৃন্দের ভাঙন দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ^বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত খুলনায় মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত খুলনায় যৌথ অভিযানে জুযা খেলার সরঞ্জাম নগদ টাকা সহ ৪ জন আটক পানির অভাবে কাশিমাড়ীর সিংহভাগ জমি ধান চাষ থেকে বঞ্চিত বিষ্ণুপুর কলা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত কালিগঞ্জের মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন

জাপানে ভয়াবহ দাবানলে নিহত ১, হাজারো বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: জাপানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং নিরাপত্তার কারণে হাজার হাজার মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।
জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে প্রায় ২১০০ হেক্টর এলাকাকে গ্রাস করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ১,৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ ১৬টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকারি সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চার হাজার ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দুই হাজার মানুষ স্বেচ্ছায় বন্ধু বা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে, আর ১,২০০ জনকে বিশেষ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যম এনএইচকে—র প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দাবানলের আগুনের শিখা আকাশের দিকে উঠছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় নেওয়া হলে এটি বিগত ৩০ বছরের মধ্যে জাপানের সবচেয়ে বড় দাবানল বলে মনে করা হচ্ছে। ১৯৯২ সালে হোক্কাইডো দ্বীপের দাবানলে ২৫০০ একর জমি পুড়ে গিয়েছিল, তার পর থেকে এটি সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: এএফপি, জাপান টাইমস, এনএইচকে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com