রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নূরনগরে কৃষকের ফলন্ত ধান কেটে নষ্ট দুই গ্রুপের সংঘর্ষ, থানায় অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে কৃষকের রোপণকৃত ধান কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী নূরনগর গ্রামের ফজি গাজীর পুত্র কৃষক মোঃ মোশারাফ হোসেন (৪৮) শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নূরনগর গ্রামের কৃষক মোঃ মোশারাফ হোসেন নূরনগর কেন্দ্রীয় গোরস্থানের জন্য নির্ধারিত ৪৫ শতক জমি কর্তৃপক্ষের পক্ষ হতে শেখ লিয়াকত হাজীর নিকট থেকে হারি নিয়ে বিগত ২—৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে ধান চাষ করে আসছিলেন। চলতি মৌসুমেও তিনি ধান রোপণ করেন এবং পরিচর্যা করতে থাকেন। কৃষক মোশারাফ হোসেন অভিযোগে বলেন, গতকাল সোমবার সকাল ৮টার দিকে একই এলাকার মোঃ আবু ইউসুফ (৫১), সোহেল রানা ফরেজ (৪৫), নান্টু (২৮), শমশের গাজী (২৬), সাদিকুর রহমান (৩৫), জাকির হোসেন ছোট (৩২) সহ আরও ১০—১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধান রোপন করা জমিতে প্রবেশ করে সদ্য ফুলে ওঠা ধান কেটে নষ্ট করে চলে যায়। এ সময় তার ভাই মোঃ মিজানুর রহমান বাঁধা দিতে গেলে অভিযুক্তরা তাকে রাম দা নিয়ে ধাওয়া করে এবং হত্যার হুমকি দেয়। পরে খবর পেয়ে মোশারাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তার নষ্ট হয়ে যাওয়া ধান পড়ে থাকতে দেখেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী পরিতোশ কুমার ধিবর, মোঃ মুজিবর রহমান ও মোঃ কেরামত পাড়সহ আরও অনেকে এ ঘটনার সাক্ষী বলে জানান তিনি। কৃষক মোশারাফ হোসেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া একটি সূত্র জানায়, নূরনগর কেন্দ্রীয় গোরস্থানের জন্য বরাদ্দকৃত জমিতে সরকারিভাবে অর্থ বরাদ্দ আসায় তাৎক্ষণিক জমিতে কর্মযোগ্য চালানোর জন্য গোরস্থান কমিটির সদস্যদের সাথে কয়েকদিন যাবত চাষাবাদ কারী মোশারফ হোসেনের বাকবিতণ্ডা চলে আসছিল, তার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় অনেকেই। অন্যদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে নূরনগর মৎস্য আড়ৎ সংলগ্নে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারির ঘটনায় ২/৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানার জন্য আবু ইউসুফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা নূরনগর কেন্দ্রীয় গোরস্থানের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে অনুদান নিয়ে গোরস্থান নির্মাণের জন্য জমি নির্ধারণ করেছি এই জমিতে কয়েক বছর যাবৎ মোশারফ হোসেন চাষাবাদ করছে, বর্তমানে গোরস্থানের কাজে হাত দেয়ার জন্য আমরা তাকে ধান চাষের ক্ষতিপূরণ দিয়ে কাজ শুরু করার একটা কথাবার্তা চলমান অবস্থায় ছিল, এরমধ্যে কে বা কাহারা রাতের আঁধারে তার ধান কেটে দিয়ে গেছে এবং তার দায়ভার আমাদের উপর চাপিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং আহত করে। এ বিষয় থানায় অভিযোগের বিষয় জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্লা দৈনিক দৃষ্টিপাতকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com