শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

মনিরামপুরের পুলিশ সদস্যের নেতৃত্বে শিক্ষকের ওপর হামলার অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ওপর এক পুলিশ সদস্যের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকাবাসীর ধাওয়া খেয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। সোমবার সকালের দিকে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী শিক্ষক বাদি হয়ে বিকেলে থানায় ওই পুলিশ সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। হরিহরনগর ইউনিয়নের স্থাণীয় ইউপি সদস্য মুনছুর রহমানসহ এলাকাবাসী জানায়, ২০ নম্বর মদনপুর মৌজার পৃথক দুই দাগে মোট ৫৫ শতক জমি পৈত্রিক সূত্রে ভোগ দখলে রয়েছেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক। কিন্তু এ জমি নিয়ে প্রতিবেশী এনামুল হোসেনের সাথে মোজাম্মেল হকের বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় ভাবে নিষ্পত্তির জন্য দুপক্ষের দুইজন বিশিষ্ট ব্যক্তি আসাদুল হক এবং শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। সে মোতাবেক ওই দুই ব্যক্তি শিমুল হোসেন নামে একজন সার্ভেয়ারকে নিয়ে সোমবার সকাল ১০ টারদিকে বিরোধীয় ওই জমি পরিমাপ করতে যান। এসময় সেখানে উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল হোসেনের ছেলে পুলিশ কনষ্টেবল শিমুল হোসেনের (ছুটিতে বাড়িতে ছিলেন) নেতৃত্বে তার লোকজন পরিমাপ জোরপূর্বক বন্ধ করে দেন। এসময় প্রতিবাদ করলে শিক্ষক মোজাম্মেলের ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। প্রত্যক্ষদশীর্ আসাদুল ইসলাম আবু তালেব, আব্দুল আলিমসহ অনেকেই অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা এনামুলের ছেলে শিমুল পুলিশ সদস্য হবার সুবাদে এলাকার কাউকে মানুষ বলে গন্য করেননা। খুলনার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়ে চলে গেছে। এ ব্যাপারে জানার জন্য শিমুল হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধীকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে শিমুলের পিতা এনামুল হক হামলার বিষয়টি অস্বীকার করেন। এদিকে হামলার শিকার মোজাম্মেল হক বাদি হয়ে শিমুলসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com