কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আইন—শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় আইন—শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমনসহ পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু অসাধু ব্যবসায়ীদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অপচেষ্টা এবং রমজানকে কেন্দ্র করে অপরাধীদের সক্রিয় হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এসব নিয়ন্ত্রণে প্রতিটি কাঁচাবাজার ও মুদি দোকানে ন্যায্য মূল্যের তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ খাইরুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, বিএনপি নেতা ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, বিভিন্ন বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়।