মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

কাভার্ডভ্যান—ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

এফএনএস: দিনাজপুরের বিরামপুরে কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণির শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দিনাজপুর—গোবিন্দগঞ্জ মহাসড়কের বিছকিনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের আনোয়ারের ছেলে সায়েম ইসলাম (১৬) এবং একই উপজেলার সাঁকোপাড়া গ্রামের মজিবরের ছেলে ইজিবাইকচালক নুরুজ্জামান হোসেন (৩৫)। সায়েম বিরামপুর আদর্শ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে কোচিং শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিল শিক্ষার্থী সায়েম। পথে উপজেলার রেলঘুন্টি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সায়েম নিহত হয়। আহত অবস্থায় ইজিবাইকের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com