সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

এফএনএস: রাজশাহীর গোদাগাড়ীতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট সড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি সামনে ঘেকে পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে। নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। উপজেলা ফায়ার সার্ভিস কর্মীদের সহয়তায় পুলিশ হতাহতের উদ্ধার করে। ওসি বলেন, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। রাজাবাড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত হবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থাও সংকটাপন্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com