সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দক্ষিণশ্রীপুর বেড়াখালি ব্রিজে কাঠের পাড়ন পথচারীদের চলাচলে চরম ঝুঁকি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি সড়কের বেড়াখালি খালের উপর ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না করায় মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে ব্রিজটির ঢালাই খসে পড়ে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে গর্তের ওপর তক্তার পাড়ন করলেও ঝুঁকি নিয়েই পথচারী ও যানবাহন চলাচল করছে।পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে স্কুল—কলেজের শিক্ষার্থীসহ ছোট—বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রতিদিন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়েই এলাকাবাসী ও পথচারীরা যাতায়াত করছেন।প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) ব্রিজটি নির্মাণ করেছিল। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজটির ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে, রেলিংও ভেঙে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় ব্রিজ পার হতে গিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, “ব্রিজটির অবস্থা দিনের পর দিন আরো খারাপ হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ইতোমধ্যে বেশ কয়েকজন পথচারী ব্রিজের গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন। ভারি যানবাহন চলাচলের কারণে তক্তার পাড়নও বেশি দিন টিকবে না। তাই দ্রুত সংস্কারের প্রয়োজন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে ব্রিজটি এমন বিপজ্জনক অবস্থায় থাকলেও প্রশাসনের নজর নেই। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বললে তিনি জানান, “বর্তমানে সরকারি ভাবে কোনো বরাদ্দ নেই। স্থানীয়রা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করতে পারেন। উপজেলা পরিষদের ফান্ডে বরাদ্দ থাকলে সংস্কারের ব্যবস্থা করা হবে। এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়ে বলেন, “আরও বড় দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com