সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নূরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস—২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সিপিপি স্বেচ্ছাসেবক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলোতে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন সময়ে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। পরে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব ও করণীয় সম্পর্কে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নূরনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মন্টু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, নূরনগর ইউনিয়ন সিপিপি টিম লিডার রাশেদুল ইসলাম রাশেদ, জিএম মনিরুজ্জামান, আবুল ফারহা আবু, মোঃ শাহিনুর রহমান, মোঃ আকরাম হোসেন, টোকন আহমেদ প্রমুখ। বক্তারা দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারি—বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রসঙ্গত, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতি বছর ১০ মার্চ পালিত হয়। এই দিবসের মূল লক্ষ্য দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com