আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে পুলিশী অভিযানে চার জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে থানার ২০(৭)২৪ নং মামলার আসামী শোভনালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বৈকরঝুটি গ্রামের মৃত আনসার উদ্দীন গাজীর ছেলে মোঃ আব্দুল করিম গাজী (৫৩), সিসি—০৯/২৩ এর আসামী (পশ্চিম) দরগাহপুর গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে মোঃ ফজলুর রহমান গাজী, সিআর ২০৫/২৪ এর আসামী দরগাহপুর গ্রামের শেখ বেলায়েত হোসেনের ছেলে শেখ মাহমুদুর রহমান, সিআর—২৫৬/২৪ এর আসামী রামনগর গ্রামের মোঃ আব্দুর রব গাজীর ছেলে মোঃ নয়ন গাজীকে থানার ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।