এফএনএস বিদেশ: অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। ওই অঞ্চলে রুশ বাহিনীগুলো বন্দিদের নির্যাতন ও মৃত্যুদন্ড দিচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা মারিউপোলে ব্যাপক ধ্বংসের বিষয়টি নিশ্চিত করতে পারলেও কথিত ওই অপরাধ বা কৌলশগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে কতজন নিহত হয়েছে তার হিসাব তারা যাচাই করতে পারেনি। মারিউপোলের অবস্থান রাশিয়ার ভ‚খন্ডভুক্ত ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকাগুলোর মধ্যবর্তী স্থানে। গত সোমবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে বিস্তারিত না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘মারিউপোল ধ্বংস হয়ে গেছে, সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তারপরও রুশরা তাদের আক্রমণ বন্ধ করেনি।’ তার দাবি করা এ সংখ্যা যদি নিশ্চিত হয়, তাহলে এ পর্যন্ত এটিই হবে ইউক্রেনের একটি স্থানে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর ঘটনা। রাশিয়ার স্বীকৃতি পাওয়া স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের প্রধান দেনিস পুশিলিন গত সোমবার বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মারিউপোলে পাঁচ হাজারের কিছু বেশি মানুষ নিহত হয়েছে আর এজন্য ইউক্রেইনীয় বাহিনীগুলো দায়ী। মারিউপোলের মেয়রের একজন সহযোগী গত সোমবার টেলিগ্রামে জানিয়েছেন, শহরটি ছাড়তে থাকা মানুষের সংখ্যা কমে গেছে কারণ যাওয়ার আগে রাশিয়ার বাহিনীগুলোর করা তলাশি ও শনাক্তকরণ পরীক্ষার গতি কমে গেছে। তিনি জানান, রুশ বাহিনীগুলোর পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য প্রায় ১০ হাজার লোক অপেক্ষা করছে। শহরটি ছাড়তে থাকা বেসামরিকদের সঙ্গে মিশে সামরিক বাহিনীর সদস্যরা পালানোর চেষ্টা করছে কি না, তার ওপর কড়া নজর রাখছে শহরটি অবরুদ্ধ করে রাখা রুশ বাহিনী। তবে এ বিষয়ে মস্কোর দিক থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেসামরিকদের শহর ছাড়তে ইউক্রেন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছিল তারা।