এফএনএস: ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে মোছা. জবেদা খাতুন (৮৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বসতঘরে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যান বলে জানতে পেরেছি। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন—অফিসার মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে একটি বসতঘরের তিনটি রুম ও একটি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে জবেদা খাতুন নামে এক বৃদ্ধার মারা যান।