মনিরামপুর (যশোর) প্রতিনিধি \ যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে খেদাপাড়া বাজারে মেসার্স তাবাচ্ছুম এন্টারপ্রাইজের একটি তেলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আসে। তবে এ সময় আগুনে দ্বগ্ধ হয় গোডাউনের ম্যানেজার শামসুর রহমান। তাকে উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের মনিরামপুর স্টেশন অফিসার শাফায়েত হোসেন জানিয়েছেন। আগুনে মোটর ক্ষতি পরিমান প্রায় ৩০ লাখ টাকার। জানাযায় , খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হক পদ্মা অয়েল কোম্পানীর ডিলার। খেদাপাড়া বাজারে তার গোডাউন রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোডাউনে কাজ করছিলেন ম্যানেজার শামসুর রহমান(৫৫)। এ সময় হঠাৎ করে গোডাউনের ভেতর আগুন ধরে যায়। এ সময় আগ্নি দ্বগ্ধ হয় শামছুর রহমান। পরে খবর পেয়ে মনিরামপুর, ঝিকরগাছা ও যশোর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ডিলার আব্দুল হক জানান, গোডাউনের ভেতর কেরোসিন ও ডিজেল ভর্তী ব্যারেল ও গ্যাস সিলিন্ডার মজুত ছিল। আগুনে তেল এছাড়াও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।