কালিগঞ্জ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জের বিভিন্ন হাট—বাজার কমিটি ও ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নিবার্হী কর্মকতার্ অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার—দে, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, সাংবাদিক শেখ সাইফুল বারী সফূ, সুকুমার দাশ বাচ্চুসহ বাজার কমিটির নেতৃবৃন্দসহ ব্যবসায়িরা। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজান মাসে বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত মনিটরিং করবে। অসাধু ব্যবসায়িদের বাজার সিন্ডিকেট গঠনের কোনো সুযোগ দেওয়া হবে না এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পবিত্র রমজানে কোনো ভোক্তা যেন অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের শিকার না হন, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি বাজার কমিটির নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের প্রতি বাজারের পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি রাখার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের সহযোগিতা পাওয়া যাবে বলে জানান।