সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তালায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

তালা প্রতিনিধি \ তালার খলিলনগর দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা —১(তালা—কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ—সভাপতি সাহাদাৎ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটু, স ম ইয়াছিন উল্লাহ, অধ্যাপক মোশারফ হোসেন, বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল মিঠু, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, যুবনেতা সৈয়দ আজম হোসেন, সাংবাদিক খান নাজমুল হুসাইন এসময় উপস্থিত ছিলেন।সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের দলের কোনো জাতীয় নেতা ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।শেখ হাসিনা আলেম সমাজের উপর অত্যাচার করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।তিনি আরও বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন আইন সেবা সহজ করতে পাটকেলঘাটা থানা নির্মান করেন। তালা—হইতে মুহান্দী হয়ে জাতপুর পর্যন্ত এক টেন্ডারে ১২ কিঃমিঃ রাস্তা তৈরী করেন। তালা থেকে খলিলনগর হয়ে কাশিমনগর পর্যন্ত পিচের তৈরী করেন। তালা কপোতাক্ষ নদের উপর ব্রিজ তৈরী করে দ্বিখন্ডিত তালাকে একভূত করেন। এই ব্রিজের ফলে তালা থেকে খেশরা হয়ে আশাশুনী পর্যন্ত পিচের রাস্তা তৈরী যাতায়তের সুব্যবস্থা করে দেন। তিনি দু,বার এমপি থাকাকালে স্কুল,কলেজে ভবন নির্মান, পিচের রাস্তার তৈরী, অসংখ্য কালর্ভাট নিমার্ণের পাশপাশি ইটের সোলিং নির্মাণ করে এলাকার মানুষের যাতায়াতের সুব্যস্থা করেন। তিনি এমপি থাকাকালীন কোন মিথ্যা হয়রানী মূলক মামলা দিয়ে কাউকে ফাঁসাননি।এর আগে দুপুর থেকে বিকাল পর্যন্ত খলিলনগর ইউনিয়ন বিএনপি নেতা প্রয়াত আবুল কাসেম সরদার, সাইফুল ইসলাম কোহিনূর, উপজেলা যুবদল নেতা ফারুক হোসেনের কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com