বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে চলা ডাম্পার গাড়িতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১২টায় শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর রোডে হাইওয়ে ও গ্রামীণ সড়ক দিয়ে অবৈধভাবে চলা ডাম্পারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছিল। হাইওয়ে রোড দিয়ে ডাম্পার গাড়িতে মাটি টানার সময় রাস্তার ওপর মাটি পড়ে একটু বর্ষা হলে বা কুয়াশা পড়লে রাস্তাটি স্লিপিং হয়ে যায়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। এছাড়া রাস্তাটির অবকাঠাম মারাত্মকভাবে নষ্ট হয়ে যায়। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেও অবৈধ ডাম্পার গাড়িতে তাহা নষ্ট করে দিচ্ছে। এছাড়া ডাম্পার গাড়িগুলির ড্রাইভার অতি অল্প বয়সের তাদের দায় দায়িত্ব বলতে কিছুই নেই। বিষয়টি নিয়ে উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ব্যাপক আলোচনা হয়। যার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। শ্যামনগর সোনার মোড় টু গুমান্তালী রাস্তায় অভিযান দিয়ে ইটভাটার মালিক বিল্লালের তিনখানা ডাম্পারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে পরবর্তীতে বংশীপুর টু মুন্সিগঞ্জ হাইওয়ে সড়কে জাহাঙ্গীর নামক ডাম্পারের মালিকের তিনখানা ডাম্পারের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।