সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে ফারইস্ট ভবনের নিচতলায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। বর্তমানে দেখা যাচ্ছে, দেশে পুলিশ সদস্য, বিদেশি নাগরিক, সাধারণ মানুষ মব জাস্টিসের শিকার হচ্ছেন, বাড়িঘরেও মব জাস্টিস চালানো হচ্ছে। গত ছয় মাসেও তা নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে দ্বিমত করব না। আমাদের দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। তিনি বলেন, জনগণ যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এক্ষেত্রে গণমাধ্যমকে একটি বড় ভূমিকা পালন করতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যখন কোনো ঘটনা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের বাহিনী চলে যাচ্ছে, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ছাত্র—জনতা চাইলেই কোথাও কোনো অভিযান চালাতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও কোনো অভিযান চালাতে হলে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো অধিকার নেই। মহাসড়কে রাতে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সামনে ঈদুল ফিতর। তখন এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। সেজন্য কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সামনে ঈদ, তখন যেন সড়কে চাঁদাবাজি, ছিনতাই না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশের কোনো কোনো স্থান রেড জোনের মধ্যে রয়েছে। এমন কোনো স্পট চিহ্নিত করেছেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, আমি দেখেছি ঢাকা—রাজশাহী জোন ও টাঙ্গাইল জোনে এ ঘটনা বেশি হচ্ছে। সেটা যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা আগের চেয়ে আরও বেশি তৎপর থাকে। সে অনুযায়ী তারা অনেক তৎপর রয়েছেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com