শ্যামনগর উপজেলা জামাতের উদ্যোগে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার সময় শ্যামনগর সরকারী মহসীন কলেজ মিলনায়তনে উপজেলা আমির মাও: আব্দুর রহমানের সভাপতিত্বে প্রঃধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য মহাদ্দিস হাফেজ রবিউল বাশার। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যাকাত সমাজে একটি কল্যাণমূলক ব্যবস্থা। ইসলামী শরিয়া মোতাবেক সম্পদশালী ব্যক্তিরা তাদের সম্পদের একটি অংশ মহান রবের খুশির জন্য দরিদ্র্য অসহায় ব্যক্তিদের মাঝে বিলিবন্টন করলে অস্বচ্ছল ব্যক্তিরা স্বচ্ছল হয়। এবং ধনী ও গরীব শ্রেণির মধ্যে বৈষম্য দুরীকরণ হয়। পরিশেষে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে যাকাত আদায়ের প্রতি যত্নশীল হবার উদাত্ত আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফা।