শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার ফারহানা সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ফারহানা নাজনীন সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন । তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক গত ২৩ ফেব্রুয়ারি ১৭তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। ফারহানা নাজনীন কলারোয়া উপজেলার ২ নং জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের মাস্টার জাহাঙ্গীর হোসেনের বড় কন্যা। তার পিতা একজন স্কুল শিক্ষক । পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সিংহলাল প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ৫ম শ্রেনি পড়াশোনা শেষ করে ভর্তি হন তার পিতার কর্মস্থল একই ইউনিয়নের বাঁটরা মাধ্যমিক বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন একই উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে বেগম খালেদা জিয়া কলেজে। ২০১৪ সালে এইচএসএসিতে জিপিএ—৫ পেয়ে এডমিশন নেন প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষাতেও অসামান্য ফলাফল করে ভবিষ্যতে বিচারক হওয়ার প্রত্যয়ে ভর্তি হন আইন বিভাগে। ২০১৯ সালে এলএলবি ও ২০২০ সালে এলএলএম সম্পন্ন করেন ফারহানা। এরপর ১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। এ ব্যাপারে ফারহানার চাচা ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, তার ভাতিজা ফারহানা নাজনীন অত্যন্ত মেধাবী একটা মেয়ে। যেন পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। তার আগ্রহ ও উদ্দীপনা দেখে সকলেই ভাবতো সে কোন একসময় বড় কোন অফিসার হবে। সেটাই হলো। ফারহানা তার মানসিক চাপ এবং মোটিভেশন বজায় রাখার বিষয়ে বলেন, বিজেএস পরীক্ষায় এ সাফল্যে তার বাবা সবসময় তাকে সাহস দিয়েছেন এবং পরিবারের সামগ্রিক সমর্থন ছিল অপরিসীম। যেহেতু বিচারকের লাইনে এলাম, তাই সব সময় ন্যায়বিচার প্রতিষ্ঠার চেষ্টা করব। উল্লেখ্য যে, তার স্বামী আরিফ হোসেনও সহকারী জজ হিসেবে বরগুনা জেলা আদালতে কর্মরত আছেন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com