কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে শিবির নেতা আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমিনের পৃথকভাবে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৭ ই মার্চ শুক্রবার ০৬ ই রমজান উভয়ের শাহাদাত বার্ষিক অনুষ্ঠান বাংলাদেশ জামাতে ইসলাম কালিগঞ্জ উপজেলা শাখা ও শিবিরের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন ১৭ জুলাই ২০১৩ অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে অবৈধ রায় পরবর্তী দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারি ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাউখালি এলাকায় জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিলে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী অতর্কিত গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই শহীদ হন শিবির নেতা আরিফুজ্জামান ও জামায়াত কর্মী রুহুল আমিন। কালিগঞ্জে পৃথকভাবে তাদের শাহাদাৎ বার্ষিকী পালিত। আজকের অনুষ্ঠান সেই দুই বীর শহীদের বুকের তাজা রক্ত রাজ পথে ঢেলে দেওয়ার অনুষ্ঠান। ইসলামি ছাত্রশিবির কর্তৃক আয়োজিত শহীদ আরিফুজ্জামানের শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং শহীদ আরিফুজ্জামানের গর্বিত পিতা আফতাব উদ্দীন। অন্যদিকে ধলবাড়িয়া জামায়াতের উদ্যোগে আয়োজিত শহীদ রুহুল আমিনের শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। এছাড়া জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ বলেন, শহীদরা আমাদের গর্ব ও পথ চলার অনুপ্রেরণা।তাদের কাংখিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।আল্লাহর যমীনে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হবে। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা বলেন,অবিলম্বে শহীদ আরিফুজ্জামান ও শহীদ রুহুল আমিনের খুনীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।