শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খুলনায় মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

খুলনা প্রতিনিধি \ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে কে সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস—২০২৫ পালিত এরই ধারাবাহিকতায়। ৮ মার্চ শনিবার বসন্তের রৌদ্র উজ্জ্বল স্নিগ্ধ সকালে খুলনা বয়রাস্থ পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নানা আয়োজনের মধ্যদিয়ে “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’’ উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে নগরীর বয়রা বাজার মোড় হতে পুলিশ লাইন পর্যন্ত এক বর্ণাঢ্য রেলী সড়ক প্রদক্ষিণ করে। পরে বয়রা পুলিশ লাইন লাউঞ্জ—২ তে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। সভার শুরুতেই পুলিশ কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, রাষ্টে্রর যে সামগ্রিক উন্নয়ন, সে উন্নয়নের কোন কিছুই নারীর অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। মেয়েরা যেমন সংসারের কারিগর তেমনি এই সমাজ বা রাষ্টে্রর কারিগর। সমাজে নারীদের অবদান অনেক বেশী। একটি পরিবার, সমাজ তথা একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী—পুরুষের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভব। কোনো বৈষম্য করা যাবে না। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নারী পুলিশ সদস্যগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন। তারা সর্বক্ষেত্রে নারীদের মেধা, যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সুখী—সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন,সহ বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com