বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের দুর্যোগ ব্যবস্হাপনা ও এসওডির আলোকে দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে দূযোগ ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ উক্ত সভায় ইউপি সদস্য ফারজানা শওকত আফির, সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন প্রকল্পের আই, সি,আর ডিবি বিপ্লব তপাদার, শেখ আলাউদ্দিন মাস্টার,আফজাল হোসেন, ইউপি সদস্য জাহিদুল আলম, হারুদেব চক্রবর্তী, আঃরহিম, নাজিমউদ্দীন, হাফিজুররহমান, প্রমুখ।উক্ত ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।