বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই: মুহাদ্দিস আব্দুল খালেক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালোক বলেছেন, ‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’ শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে। দলটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন প্রধান আলোচকের বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অনেকে। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, ব্যাংকর, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।—প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com