বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানে নারীদের অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পায়। অনুষ্ঠানে ৫ জন নারীকে বিশেষ সময়ে নারী ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।