এফএনএস: মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত পলাশ সর্দার (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এরআগে, গতকাল শনিবার সকালে মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামে সংঘর্ষে দুই ভাই সাইফুল সর্দার ও আতাবুর সর্দার নিহত হন। আহত পলাশ সর্দারও পরবর্তীতে মারা যান। এ ঘটনায় অলিল ও তাজেল নামে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অলিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। নিহত পলাশ সর্দার স্থানীয় এক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারীপুরের খোয়াজপুর টেকেরহাট গ্রামের মুজাম সর্দারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে পলাশ ছিলেন সবার ছোট। নিহতের পরিবার জানান, বালু ফেলার বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পলাশ ঘটনাস্থলে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে, কিন্তু তিনি সংঘর্ষের শিকার হয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই মো. জাফর সর্দার। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।