সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

এফএনএস: দেশে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের অন্তত ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন। ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশে অংশ নেওয়া সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ হয়। গতকাল শনিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। ইতোমধ্যে হিযবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা হয়েছে। এদিকে গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে হিযবুত তাহরীরের ২২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এর মধ্যে পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ব্রিফিংয়ে হিযবুত তাহরীরের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গত শুক্রবার পল্টনে সংঘর্ষের সময় আমরা ঘটনাস্থল থেকে হিযবুত তাহরীরের ১৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছি। এছাড়া গত শুক্রবার রাতে চারজন ও বৃহস্পতিবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ২২ জন সদস্যকে এখন পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। হিযবুত তাহরীরের মিছিল শুরুতেই কেন ছত্রভঙ্গ করা হয়নি— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকালের (গত শুক্রবার) ঘটনায় আমরা গেটে তাদের ছত্রভঙ্গ করতে পারতাম। কিন্তু সেখানে ছত্রভঙ্গ করলে সাধারণ মুসল্লিরা আঘাত পেতে পারতো, টিয়ার গ্যাসে আক্রান্ত হতে পারতো, মুসল্লিদের ক্ষতি হতে পারতো, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারতো। সেজন্য আমরা চিন্তা—ভাবনা করে যখন তারা পল্টন মোড় পার হয়ে আলাদা হয়েছে তখন ছত্রভঙ্গ করেছি। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম থেকে বিজয়নগর পর্যন্ত মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কয়েক হাজার সদস্য। এক পর্যায়ে তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বায়তুল মোকাররম এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রেপ্তার ১৭ হিযবুত তাহরীরের কর্মীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), তরিকুল ইসলাম (৩৫), আহমেদ নাফিস মোর্শেদ (২৭), মো. শাহাদাত হোসেন (৩৬), তানভির মাহতাব রাফাত (২৯), মো. আবু শোহাইব (৩৪), আশফাক আহম্মেদ (২২), সাব্বির হোসাইন জিউন (২১), মো. রিফাত ইসলাম রিশাদ (২১), মো. আল রাফি সাজ্জাদ (২৩), রেদোয়ান বিন শহিদুল (২০), মিয়াজী আবদুল্লাহ আল মুত্তাকি (১৯), হাবিবুর রহমান (২৩), মো. হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নূর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম কাব্য। মামলার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ বেলা দুইটার দিকে পল্টন থানাধীন বাইতুল মোকারাম মসজিদ এলাকায় মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় গতকাল শনিবার পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী—২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com