বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যা, নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাংকায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১,২০০ জনেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এ ছাড়া শহরের বেশির ভাগ অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিবিসির খবরে বলা হয়, প্রচণ্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার এই শহর। টানা আট ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়িগুলো স্তূপ হয়ে রয়েছে। গত শুক্রবার বাহিয়া ব্লাংকায় ৪০০ মিলিমিটারেরও (১৫.৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে, যা প্রতিবছর গড়ে মোট বৃষ্টিপাতের এক—তৃতীয়াংশ। এদিকে গত শনিবার শহরের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাদেশিক সরকার জানিয়েছে, তারা হেলিকপ্টার, অ্যাম্বুল্যান্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠাচ্ছে, অন্যদিকে উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকাজে সহায়তা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com