আশাশুনি ব্যুরো \ সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন ও নিয়মিত মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার (৯ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই তুষার কান্তি মাহাতো, এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই মোঃ লিটন মল্লিক, এএসআই হান্নান মিয়া অভিযান চালিয়ে পদ্ম বেউলা গ্রামের এনামুল সেদারের ছেলে শাহিন হোসেনকে ১০০ গ্রাম গাঁজাসহ পদ্ম বেউলা বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মাদক আইনে মামলা নং—০৫(০৩)২৫ রুজু করা হয়েছে। মামলা নং—০৪(০৩)২৫ এর আসামী পুইজালা গ্রামের মৃত সতিশ বৈরাগীর ছেলে রশিক চন্দ্র বৈরাগী,শ্যামল চন্দ্র বৈরাগীর ছেলে দীনেশ চন্দ্র বৈরাগী, মামলা নং—০১(০৩)২৫ এর আসামী রাউতাড়া গ্রামের কনেক মন্ডলের ছেলে রাজু মন্ডল, মামলা নং—০৪(০১) ২৫ এর আসামী প্রতাপনগর গ্রামের আবুল হোসেন মহলদারের ছেলে নাইম হোসেনকে থানার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।