ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় রমজান উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজনের লক্ষে উপজেলা শ্রমিক দল ও কৃষক দলের উদ্যোগ রবিবার দুপুরে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের আহবায়ক মাষ্টার আয়ুব আহমেদের সভাপতিত্বে ও শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সঞ্চলনায় বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক দলের অফিসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা মাহবুবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন ও অধ্যাপক মঞ্জুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু, সরদার দৌলত হোসেন, শেখ আবদুল কাদের, জিএম সাইকুল ইসলাম, আবুল কাশেম মোল্যা, মোনায়েম গাজী, শহিদুজ্জামান শহিদ, সরদার বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, জিল্লুর রহমান তরফদার, নুর ইসলাম মেম্বর, কাজী মিজানুর রহমান, শেখ আরশাব হোসেন, ইউনুস আলী, আবু বক্কার মোল্যা, জাদীদ মেম্বার, আব্দুল খালেক, জহুরুল ইসলাম, শাহেদুর রহমান মিঠু, লাচ্চু শেখ, নাসিরুদ্দিন লাল্টু, জসিম উদ্দিন, আবদুল মালেক, কায়েস জাহাঙ্গীর, মাহবুব রহমান, সোহরাফ হোসেন রাজু, আছাবুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।