ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াত ইসলামীর ধুলিহর ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাও: মো: আ: সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক তিনি তার বক্তব্যে বলেন —রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস, একতা ও ভ্রাতৃত্বের মাস। এ মাস আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দেয় এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশনা দেয়।আজ আমাদের দেশের সমাজ—রাজনীতিতে যে অস্থিরতা চলছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। আমরা চাই, এই দেশে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে মানুষ ন্যায়বিচার পাবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে”। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, উপজেলা আমীর মো: মোশাররফ হোসেন,নায়েবী আমীর মাও: আজাদুল ইসলাম,ইসলামী ব্যাংক সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার মো: ছাদেক আলী প্রমূখ। এসময় অন্যান্যের মধ্য আরো উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের টিম সদস্য মো: শহিদ হাসান, জামায়াত নেতা মাও: আঃ সবুর, মাও: মোহাম্মদ আলী, আব্দুল হাই, মিডিয়া পরিচালক মাও: আনিছুর রহমান, প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম, যুব—বিভাগের ধুলিহর শাখার সভাপতি আব্দুল করিমসহ জামায়াতের সকল বিভাগের দায়িত্বশীল নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাও: মনিরুল ইসলাম বিলালী।