খুলনা প্রতিনিধি \ গতকাল বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সদর দপ্তরের সম্মেলন কক্ষে আযান, ক্বিরাত এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। কেএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ এর নেতৃত্বে ৩ সদস্যের জুরি বোর্ডের রায়ে ৩টি ক্যাটাগরিতে ১ম স্থান অধিকারী ৩ জনকে বাছাই করা হয়। তন্মধ্যে আযানে এএসআই (সশস্ত্র) মোঃ ইয়াসিন আরাফাত, ক্বিরাতে পিএসআই মোঃ নাসির উদ্দিন এবং ‘ইসলাম ও নাগরিকের অধিকার’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় শিক্ষানবিশ সার্জেন্ট মোঃ পিপুলুজ্জামান সরদার ১ম স্থান অধিকার করেন। পুলিশ কমিশনার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, খুলনা মেট্রোপলিটন পুলিশ হতে বাছাইকৃত ৩ জন কেন্দ্রীয়ভাবে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।