আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশী অভিযানে চোরসহ ৪ জনকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, অভিযান চালিয়ে সিআর—৭৪২/২৪ এর আসামী শোভনালী মধ্যপাড়ার আরশাদ সরদারের ছেলে কাইয়ুম সরদার, মামলা নং—০৭(০৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী কুড়িকাহুনিয়া গ্রামের আঃ মজিদ শেখের ছেলে আসাদুল ইসলাম, চুরি মামলা নং—৮(০৩)২৫ এর আসামী চেউটিয়া গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মোক্তাজুল, গোয়ালডাঙ্গা গ্রামের অরুপ রাহা ওরফে কেনা রাহার পুত্র বিপ্লব রাহাকে থানার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।