শাহজাহান ডুমুরিয়া খুলনা। মঙ্গলবার সকালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষিদের অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহন। ভিজিটরঃ ডুমুরিয়া উপজেলার ক্লাস্টার চাষী ইনভাইটরঃ উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টার, বাগেরহাট সদর, বাগেরহাট। সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান এবং মেরিন ফিশারিজ কর্মকর্তা কানু বিশ্বাস। উৎকুল চিংড়ি চাষী ক্লাস্টার এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী এবং উক্ত ক্লাস্টারের সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময় সফরে উভয় ক্লাস্টারের চাষীদের মধ্যে বিভিন্ন তথ্য—উপাত্ত নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে চাষিরা সরজমিনে চিংড়ির গ্রোথ ও উৎপাদন পরিদর্শন করেন। অভিজ্ঞতা বিনিময় সফরের মাধ্যমে চাষিরা অনেক উপকৃত হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।