দেবহাটা অফিস \ সাতক্ষীরার দেবহাটার মসজিদ গুলোতে প্রতি বছরের ন্যায় এবছরও রোজাদারদের ইফতারীর আয়োজন চলছে। উপজেলা অন্যতম বৃহত্তম ইফতারীর আয়োজন চলমান মাঝ পারুলিয়ায়। পারুলিয়া মৎস্যসেট জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদের পাশাপাশি মাঝ পারুলিয়া সরদার বাড়ী জামে মসজিদের ইফতারী আয়োজন রোজাদারদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মহলাবাসি, মসজিদের মুসলীদের পাশাপাশি দুর দুরান্ত হতে রোজাদাররা এই ইফতারী আয়োজনে শরিক হয়ে আসছেন। অত্যন্ত সুশৃঙ্খল নিয়মানুবর্তিতা, আথিথেয়তার মাধ্যমে ইফতারী কার্যক্রম পরিচালনায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলেছেন খাদেম সালাহ উদ্দীন মেম্বর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুলাহ, সাফায়েত হোসেন বাচ্চু, খান আহদুজ্জামান সাজন, সহ অপরাপ সদস্যরা। ইফতারী বন্টন কমিটির দায়িত্বশীল রেজাউল করিম, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম রতন, আনারুল ইসলাম, গোলাম হোসেন সহ সতীর্থরা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। কয়েক শত রোজাদারের ইফতারী ব্যবস্থা অত্যন্ত সুষ্ঠভাবে পরিচালনা হচ্ছে কোন ধরনের বিশৃঙ্খলা নেই। দেবহাটার অন্যতম আলোচিত এই ইফতারী ব্যবস্থাপনা ও বন্টন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।