কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংস্থার ব্যানারে দেশব্যাপী সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও নেককার জনক ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১২মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান সড়কের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেরণা নারী উন্নয়ন সংস্থার সভাপতি ইলা দেবী মল্লিক। কালিগঞ্জ শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক সাইফুল বারি সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ, ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, মিশন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সকিনা খাতুন, জনকল্যাণ সংস্থার সাহিদা খাতুন। উপস্থিত ছিলেন প্রেরণা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো—অর্ডিনেটর দীপিকা অধিকারী, প্রোগ্রাম অফিসার ফাল্গুনী রহমান ও উৎপল অধিকারী সহ এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটিতে উপস্থিত সকলেই সমবেত কন্ঠে ধর্ষকদের বিচারের দাবিতে আওয়াজ তোলেন।