খুলনা প্রতিনিধি \ গতকাল হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম জিরো পয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ দুই চোর আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হলো ১) আব্দুল হামিদ (৪৫), পিতা—আব্দুল মজিদ, সাং—ময়লাপোতা, থানা—সোনাডাঙ্গা মডেল, এ/পি সাং—কৃষ্ণনগর, থানা—লবণচরা এবং ২) নাজমুল হাসান (২৪), পিতা—মোঃ দেলোয়ার হোসেন, সাং—সিদ্দিকিয়া মহল্লা শতরুপার মোড়, থানা—সোনাডাঙ্গা মডেল, খুলনা’দ্বয়কে আটক করেছে । তাদের হেফাজত হতে ব্যাটারী বিহীন রিক্সা এবং চোরাই রিক্সার ০৪ টি ব্যাটারী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুরি করার অপরাধে হরিণ টানা থানায় মামলা রুজু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।