বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ রমজান বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে রামচন্দ্রপুর জামে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তা—সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থী ও এলাকার মুসল্লী বৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রামচন্দ্রপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু, নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদ হাসান ইসরাফিল, হাফেজ মোঃ আব্দুস সালাম, ব্যবসায়ী আলহাজ্ব শাহাদত সরদার, ব্যবসায়ী মোঃ রুহুল আমিন মুন্সী, ব্যবসায়ী মোঃ মকবুল সরদার, মোঃ আব্দুল বারী মল্লিক, মোঃ নজরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।