দেবহাটা অফিস \ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দেবহাটার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর গ্রামের মৃত জোহর আলী গাজীর পুত্র আফছার গাজী (৫৫) কে গতকাল দেবহাটা পুলিশ গ্রেফতার করেছে। স¤প্রতি আফছার আলী ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বক্তব্য দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দেবহাটা পুলিশ কোমরপুরে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আফছার আলীর নামে মামলা হয়। গতকাল দেবহাটা থানা ওসি হযরত আলীর নেতৃত্বে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।