কালিগঞ্জ প্রতিনিধি \ সুন্দরবন ও সংলগ্ন অঞ্চলের পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক—পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রুপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে সকলের সচেতনতা ও অংশগ্রহণ অতান্ত জরুরি। জার্মান সরকার ও হেলভেটাসের সহযোগিতায় রূপান্তরের বাস্তবায়নে “জবফঁপরহম চড়ষষঁঃরড়হ ধহফ ওসঢ়ৎড়ারহম ঃযব ঊপড়ষড়মু ড়ভ ঃযব ঝঁহফধৎনধহং গধহমৎড়াব ঋড়ৎবংঃং ধহফ ঞযবরৎ তড়হবং ড়ভ ওহভষঁবহপব রহ ইধহমষধফবংয” শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, সুশীলনের পরিচালক আক্তারুজ্জামান পল্টু, এম, হাফিজুর রহমান শিমুল, অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম, মমতাজ হোসেন মন্টু, ইলাদেবী মল্লিক, ফ্যাসিটিটেটর খালিদ লামি প্রমুখ। সভায় পাস্টিক পলিথিন দূষণের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সুন্দরবনের সুরক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য বে—সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে উপকূলীয় ৫টি জেলার ১৭টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় সাধারণ মানুষদের সচেতন করতে কাজ করছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বে দিকনির্দেশনামূলক সামাজিক কর্মপরিকল্পনা তৈরির কাজ চলমান রয়েছে।