শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড থাইল্যান্ডে ক্রেন ভেঙে কমপক্ষে ৪ জন নিহত রেহাই পাচ্ছে না পাকিস্তানিরা, পড়ছে ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্পেশাল অলিম্পিকসে সোনা জিতলেন বাংলাদেশের মেয়েরা আলভারেজের ‘ডাবল টাচ’ বিতর্ক: বদলে যেতে পারে পেনাল্টি শটের নিয়ম গাজী গ্রুপের দাপুটে জয়, প্রাইম ব্যাংকের ব্যাটিং বিপর্যয় সুপার ওভারে শূন্য রান! ইতিহাস গড়ল বাহরাইন ব্রাজিল দলে ফেরার আগেই ইনজুরিতে নেইমার, বিশ^কাপ বাছাইপর্বে অনিশ্চিত দেবহাটার পারুলিয়া সহ অন্যান্য হাটবাজারে ঈদ কেনা কাটায় ব্যাপক উপস্থিতি

নসিমন—অটোরিকশার সংঘর্ষে বাবা—ছেলের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

এফএনএস: পাবনার সাঁথিয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা—ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সাথিয়া—পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার শ্রীপুরের ফৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) ও আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। এদিকে গরুর খাদ্যবোঝাই নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পেঁৗছালে নসিমন—অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সিএনজিতে একই পরিবারের তিনজন ছিলেন। এদের মধ্যে বাবা ও ছেলে মারা গেছেন। এছাড়া সিএনজি অটোরিকশাচালকসহ আরও পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক নসিমনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com