কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাসরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায়ী শেখ নাজমুল হোসেন। গত ১৩ মার্চ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আবদুছ সাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেছেন। আগামি ৬ মাসের জন্য গঠিত এই এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রব, অভিভাবক প্রতিনিধি শেখ হযরত আলী, শিক্ষক প্রতিনিধি শেখ হোসেন আলী। নতুন এডহক কমিটি মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।