কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ বন্ধু ফোরামের ২৬৬তম মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বন্ধু ফোরামের আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় সুশীলন আঞ্চলিক কার্যালয়ে মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের সহ—সভাপতি শেখ আবু তাহের, দপ্তর সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যক্ষ অমল কুমার সরকার, নির্বাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, জিএম আবু আব্দুল্লাহ, সাধারণ সদস্য শেখ রফিকুল ইসলাম, আব্দুল করিম মামুন হাসান, শেখ সাকির আহমেদ বাবু, ডা. রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, মাহফুজুর রহমান, আব্দুর রব। ইফতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মমিনুর রহমান ও শিক্ষক আসাদুল। সভায় সংগঠনের সঞ্চয়, সদস্যদের বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে নবাগত সদস্য আব্দুর রব সভায় উপস্থিত সবাইকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ইফতার পর্ব সম্পন্ন হয়।