বুড়িগোয়ালিনী প্রতিনিধি \ মাগুরায় ছোট্ট শিশু আছিয়া কে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে এবং অতি দ্রুত রায় কার্যকর করার দাবি রেখে শ্যামনগরের মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের ইসলামপ্রেমী তৌহিদ জনতার আয়োজনে গত শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লিরা মুন্সিগঞ্জ বাজার হতে কলবাড়ী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বাহির করে। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (ইমন) এর নেতৃত্বে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন মো: ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ ইউনিয়ন, আবুল হোসেন—খতিব ও পেশ ইমাম মুন্সীগঞ্জ বাজার সদর জামে মসজিদ। আবুল কালাম আজাদ, নুর মোহাম্মদ সহ ছাত্র শিবির এর কর্মীরা সহ অসংখ্য ইসলাম প্রেমী তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন একমাত্র ইসলামের শাসন কায়েম না হওয়া পর্যন্ত ধর্ষণ এর সঠিক বিচার বাংলার জমিনে করা সম্ভব নয়, ইসলামের অনুশাসন মেনে একটা ধর্ষকের বিচার করলে বাংলার জমিনে আর কেউ ধর্ষণ করার সাহস পাবেনা। এছাড়া মানববন্ধনে আছিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।