বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র পশ্চিম সুন্দরবনের বাদুজুলি খালের একটি গাছের ডাল থেকে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছে স্থানীয় কাঁকড়া শিকারী জেলেরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান গাজী নামের দুই জেলে সুন্দরবন থেকে ফেরার পথে বৃদ্ধাকে দেখতে পান এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। উদ্ধার হওয়া বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম শুকুরুন নেছা এবং স্বামীর নাম গফফার বলে জানান। এছাড়া তার একটি পুত্র রয়েছে যার নাম রফিকুল। তবে তিনি তার ঠিকানা বা অন্যান্য বিস্তারিত তথ্য জানাতে পারেননি। এলাকাবাসী ধারণা করছেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। উদ্ধারকারী জেলে আলমগীর ও রহমান জানান, আমরা দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফেরার সময় দেখি, বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে বৃদ্ধা নারী শুয়ে আছেন। আমরা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানাই। গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি আলমগীর ও রহমান সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে। বর্তমানে তিনি অসুস্থ, তাই স্থানীয়ভাবে তার দেখভালের ব্যবস্থা করা হয়েছে। আমরা তার পরিবারের সন্ধান করার চেষ্টা করছি। বৃদ্ধা কীভাবে সুন্দরবনের গহীনে গেলেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং তার পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা চালাচ্ছে।