শ্রীউলা প্রতিনিধি \ পবিত্র রমজান উপলক্ষে উদারতা যুব ফাউন্ডেশন মানবতার সেবায় তাদের কার্যক্রমের ধারাবাহিকতায় ৫ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাহমুদ স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আলামিন, আবু তাহের, আরিফ, সোহেল, আল—আমিন, সুমাইয়া, দেলোয়ার, মইনুর, পারভেজ, স্বাধীন, আশিকসহ আরও অনেকে।