দেবহাটা অফিস \ দেবহাটার ইফতারী বাজারের বিস্তৃত এবার ঈদ বাজারে ভর করেছে। গত কয়েকদিন যাবৎ উপজেলার অন্যতম প্রধান বিপনী বিতানের ক্ষেত্র পারুলিয়ায় জমজমাট ঈদ বাজার দেখা যাচ্ছে। নতুন পোশাকের দোকান গুলোতে বিক্রি বেড়েছে সেই সাথে ক্রেতাদের উপস্থিতি বিশেষভাবে দেখা যাচ্ছে। সকাল হতে গভীর রাত পর্যন্ত বিপনী বিতান গুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকছে। একাধিক বিপনী বিতান ডেকারেশন করেছে ক্রেতা আকর্ষণে দেশী বিদেশী পোশাক, মহিলাদের প্রসাধনীসহ ঈদ বাজারের সব ধরনের প্রয়োজনীয় চাহিদা সামগ্রী পাওয়া যাচ্চে পারুলিয়া সখিপুর বাজারের পাশাপাশি কুলিয়া বাজার ও জমে উঠেছে। কুলিয়াতেও নতুন পোশাকের উপস্থিতির বহুসংখ্যক বিপনী বিতানের উপস্থিতি, গাজিরহাট, ঈদগাহ, টাউনশ্রীপুর বাজারেও চলছে ঈদ কেনাকাটা উপজেলার বৃহত্তম মোকাম খ্যাত পারুলিয়ার একাধিক ব্যবসায়ী জানান ঈদ বেঁচাকেনা কেবল শুরু হয়েছে। পারুলিয়ার অন্যতম বস্ত্র বিপনী বিতান রুহানী ফ্যাসন হাউজের আব্দুলাহর আল মামুন জানান আমরা নারী পুরুষ, শিশু কিশোর সব বয়সের মানুষের চাহিদার পোশাক সরবরাহ করছি। দেশী বিদেশী পোশাকের উপস্থিতির ঘাটতি নেই। রুহানী ফ্যাশনের ন্যায় পারুলিয়া ও সখিপুর বাজারে অন্তত দশ পনেরটি বৃহৎ পরিসরের বিপনী বিতান। সব গুলোতেই মানসম্মত পোশাকের উপস্তিতি। নতুন পোশাকের পাশাপাশি দেবহাটার পারুলিয়া, সখিপুর, কুলিয়াসহ অন্যান্য হাটবাজার গুলোতে জুতার দোকান গুলোতে বিক্রি বেড়েছে। তৈরী পোশাক কারিগর দর্জিদের সময় নেই, একািঃধক টেলার্স মালিকের সাথে কথা বলে জানা গেছে তারা নতুন করে আর অর্ডার নিচ্ছে না, কারণ সময়ের ব্যবধান। মহিলাদের একটি বড় অংশ তৈরী পোশাক নির্ভর হয়ে পড়েছে। বিশেষ করে থ্রিপিচ নিয়ে টেলার্স এ তৈরী করে নিচ্ছে। দেবহাটার হাটবাজার গুলোতে সব ধরনের কেনাকাটা বৃদ্ধি পেয়েছে।