শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে এবার সাইবার হামলার তৎপরতা, প্রথম পদক্ষেপে ব্যর্থ ভারতীয় হ্যাকাররা ভারত-পাকিস্তানকে সংযমী হওয়ার আহŸান চীনের গাজার বাসিন্দাদের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছাতে হবে : রেড ক্রস ২০২৭ সালের মধ্যে রুশ গ্যাস আমদানি বন্ধের প্রস্তাব ইইউ’র আজ মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে থাকবেন শি ও লুলাসহ ২৯ বিদেশি নেতা গাজায় ইসরাইলের অভিযানের বিরোধিতা চীনের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার যুদ্ধের প্রভাবে অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ পাকিস্তানে নিরাপদেই আছেন নাহিদ-রিশাদ

সুপার ওভারে শূন্য রান! ইতিহাস গড়ল বাহরাইন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এফএনএস স্পোর্টস: টি—টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সাধারণত সুপার ওভারে দেখা যায় উত্তেজনাপূর্ণ মুহূর্ত, ঝড়ো ব্যাটিং আর চার—ছক্কার বন্যা। কিন্তু সম্প্রতি এক অবিশ^াস্য ঘটনা ঘটেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে এক রানও যোগ করতে না পেরে লজ্জার বিশ^রেকর্ড গড়েছে বাহরাইন। আন্তর্জাতিক টি—টোয়েন্টি ক্রিকেটে এটিই প্রথমবারের মতো কোনো দল সুপার ওভারে শূন্য রানে অলআউট হলো।
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে হংকং। জবাবে বাহরাইনও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঠিক সমান ১২৯ রান করে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাহরাইন। দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় দলটি, এরপর পরের বলেই আরও একটি উইকেট চলে যায়। টি—টোয়েন্টির নিয়ম অনুযায়ী, সুপার ওভারে কোনো দল দুই উইকেট হারালেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। ফলে কোনো রান না করেই বাহরাইন অলআউট হয়ে যায়, যা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। বাহরাইনের দুই উইকেটই নেন হংকংয়ের স্পিনার এহসান খান।
মাত্র ১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের ব্যাটার বাবর হায়াত প্রথম দুই বল ডট খেললেও তৃতীয় বলে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে টি—টোয়েন্টির সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ১। ২০২৪ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে মাত্র ১ রান করেছিল আফগানিস্তান। কিন্তু এবার বাহরাইন সেই রেকর্ড ভেঙে আরও বড় এক নজির স্থাপন করল।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম ঘটনা, তবে ফ্র্যাঞ্চাইজি টি—টোয়েন্টি লিগে এমন ঘটনা আগে ঘটেছে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার কোনো দল সুপার ওভারে শূন্য রানে অলআউট হয়েছিল।
ওয়ানডে ক্রিকেটেও সুপার ওভার খুব কম দেখা যায়। এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে। সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল পাকিস্তান, ২০২২ সালে মাত্র ২ রান করেছিল তারা।
বাহরাইনের এই রেকর্ড নিঃসন্দেহে তাদের জন্য এক বিব্রতকর অধ্যায় হয়ে থাকবে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারেÑএটাই এই খেলাটির আসল সৌন্দর্য।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com