এফএনএস বিদেশ : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণস্থলে ক্রেন ভেঙে কমপক্ষে চার জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে নিখেঁাজদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার ভোরে স্থানীয় রামা রোডে এই দুর্ঘটনা ঘটে। স্থানটি ব্যাংকককে দেশের দক্ষিণের সাথে সংযুক্তকারী একটি প্রধান মহাসড়ক হিসাবে পরিচিত। পুলিশ জানিয়েছে, একটি টোলওয়ে নির্মাণাধীন স্থলে এ দুর্ঘটনা ঘটে। চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনো ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে আছে। আটকা পড়া ব্যক্তি মৃত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, নিহত চার জনের মধ্যে তিন জনই থাই নাগরিক। ক্রেন ভেঙে পড়ার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম থাইরাথ টিভিকে জানিয়েছেন, ক্রেনটি ভেঙে পড়ার আগে তিনি জোরে দুটি শব্দ শুনেছিলেন। শ্রমিকরা যখন সিমেন্ট ঢালছিলে, তখনই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডে নির্মাণস্থলে দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। নিরাপত্তা বিধিমালার দুর্বল প্রয়োগের ফলে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের নভেম্বরে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে একটি ক্রেন ধসে তিন জন শ্রমিক নিহত এবং আরও ১০ জন আহত হন। ২০২৪ সালের মার্চে রাজধানীর পূর্বে একটি কারখানায় একই ধরণের ক্রেন ধসের ঘটনায় সাত জন মারা যান। ২০২৩ সালে ব্যাংককে নির্মাণাধীন একটি সড়ক সেতু ধসে কমপক্ষে দুই জন মারা যান।