এফএনএস: সিরাজগঞ্জ পৌরসভার রাস্তার পাশে ড্রেন নির্মাণের সময় একটি বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার বেপারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তার নাম রাজা শেখ (৩৬)। তিনি কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামের মানিক শেখের ছেলে। নিহত অপরজনের বাড়ি সদর উপজেলা বহুলী গ্রামে জানা গেলেও নাম জানা যায়নি। আহত দুজনের মধ্যেও একজনের পরিচয় জানা গেছে, তার নাম আব্দুল খালেক (৬০)। তিনি সদর উপজেলার শিবনাথপুর গ্রামের মৃত ফজল মণ্ডলের ছেলে। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেক। আহত আরেক জনের পরিচয় জানা যায়নি তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপারীপাড়া সড়কে পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। ইমরুল হাসান নামে এক ব্যক্তির বাড়ির পুরোনো সীমানা প্রাচীর ঘেঁষে ড্রেনের খনন কাজ করছিলেন শ্রমিকরা। ওই সীমানা প্রাচীরের চেয়েও গভীর করে ড্রেন খনন কাজ করায় নিচের মাটি আলগা হয়ে প্রাচীরটি ধসে যায়। এ সময় ধসে যাওয়া সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে চার শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় চার শ্রমিককে হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার এসআই কমল চন্দ্র, এসআই দানিউল ইসলাম ও এসআই আল—আমিন জানান, নিহতের মধ্যে রাজা শেখের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। অপরজনকে স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।