কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, তবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র প্রতিহত করবে। তারা আরও বলেন, দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর প্রমাণ দেবে। বিএনপিই এ দেশের মাটি ও মানুষের দল এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন। উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলেমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।